তোমাকে দেখেছি,
আর এঁকেছি
আমার কবি মনে
এক রাজকন্যার ছবি।
যার সৌন্দর্যের বন্যায় প্লাবিত
আমার সুন্দর-পিপাসু হৃদয়-আঙিনা!
তোমার মায়াবী মুখের নীরব চাহনি,
আমি তাকে দিয়েছি।
তোমার অকৃত্রিম রক্তিম ঠোঁটের আভা,
আমি তাকে দিয়েছি।
এঁকে দিয়েছি তার আঁখিদ্বয়,
হুবহু তোমার স্বচ্ছ, জ্বলজ্বল, মায়া-টলমল
কাজল-কালো আঁখির মত।
তোমার কাঁধ ছুয়ে
বুকে নেমে আসা রাশি রাশি এলোমেলো চুল,
ভুল করিনি তার মাথায় এঁকে দিতে।
এঁকেছি।
তোমায় দেখেছি।
এঁকেছি।
অবশেষে অঙ্কিত হল
বহুল প্রতিক্ষিত, চির আকাঙ্ক্ষিত আমার হৃদয় পৃষ্ঠে
সেই রাজকন্যা।
তোমারি মত!
হ্যা,
একদম তোমারি মত।
কারণ, তুমিও যে এই প্রকৃতির রাজ্যে স্রষ্টার সুনিপুণ
"অঙ্কিত রাজকন্যা"!
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]