আচ্ছা,
তুমি আমার কী হও?
হয়তো বলবে কিছুনা
তবে কেন তোমার জন্য
আমি এত দিওয়ানা!
কেন ঐ চাঁদ উঠলে
আমি দেখি তোমার মুখ!
কেন ঐ ফুল ফুটলে
হাসছ ভেবে জুড়ায় বুক!
কেন ঐ পাখির ডাকে
আমি পাই তোমার রব!
কেনই বা দখিনা হাওয়ায়
তোমায় করি অনুভব!
কেনই বা সকাল সাঝে
আকাশ বাতাস তারার মাঝে
তোমায় দেখি!
কেনই বা নির্জনে
বসে বসে আনমনে
তোমায় আঁকি!
কেন! কেন! কেন!
আমার মাঝে এতকিছু
তুমি কি তা জানো?
কবি :
তৈমুর রহমান মৃধা
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
গ্রাম : কাদপুর, পোস্ট : চান্দুড়িয়া
কলারোয়া, সাতক্ষীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]