মাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ওপর কদর্য আক্রমণের যেন দিন দিন বেড়েই চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর নাম।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোংরা ভাষায় কটাক্ষ করা হয় ইমনকে। যেখানে বলা হয়, ‘তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব। প্রতিটা পশমে আদর করব।’ সোশ্যাল মিডিয়ায় অশ্লীল আক্রমণের মুখে পড়ে, তার স্ক্রিনশট শেয়ার করেন ইমন। তবে নেটিজেনদের মধ্যে একজন ইমনকে আক্রমণ করলেও, তা দেখে অন্যরা প্রতিবাদ করেছেন। মহিলাদের সম্মান করতে শিখুন বলে পালটা ভদ্রতা শিখিয়েছেন জনৈক ব্যক্তিকে।
এদিকে কদর্য আক্রমণের মুখে পড়ে তার স্ক্রিনশট শেয়ার করে, ভক্তদের কাছে ওই প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্ট করার আবেদন জানান ইমন। পাশাপাশি তার অনুগারীরা কী করতে পারেন, এবার তা দেখিয়ে দেওয়ার সময় এসেছে বলেও রাগে, ক্ষোভে ফুঁসে ওঠেন ইমন চক্রবর্তী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]