হতাশার প্রাচীর ভেঙ্গে দিয়ে
কুয়াশার মতো ভেসে রবো,
হিমেল হাওয়ায় উড়ে উড়ে
রাত জাগা এক পাখি হবো।
গহীনে জমা কথা গুলোকে
অবহেলার ছলে উড়িয়ে দেবো,
দূর্বা ডগায় জমা মুক্তোর মালা
একে একে সব কুড়িয়ে নেবো।
ক্ষণিকের জন্য বিকিরণ ছড়িয়ে
শিশিরের মতো অদৃশ্য হবো,
শেষ বিকেলে উদাস হয়ে আবার
থমকে গিয়ে দাঁড়িয়ে রবো।
একাকী ভেবে চুপিচুপি আর
কত জ্বালা সব বয়ে বেড়াবো,
ভাটুই গাছের চোরকাঁটার মতো
পথের ধারে লুকিয়ে রবো।
তোর বসনে আলতো ভাবে
সুযোগ মতো ঠিক বিঁধে যাবো,
অধৈর্য্য হয়ে যখন ছাড়িয়ে নিবি
অবলার মতো চেয়ে রবো।
কিঞ্চিৎ হলেও অনুভবে আমি
তোর পরশে ধন্য হবো,
ঘুটঘুটে আঁধারে যখন থমকে যাবি
তারা হয়ে তোরে পথ দেখাবো।
নৈঃশব্দের তরঙ্গে হাওয়ায় ভাসা
দূরন্ত একখণ্ড মেঘ হবো,
ইচ্ছে করে একদিন নিঃসঙ্গ রাতে
গল্প বলতে তোর সাথী হবো।
তোর মনোরঞ্জনে গোধূলি বেলায়
আবিরে উড়া বিহঙ্গ হবো,
অতি যত্নের ঐ মন কাননে
প্রদীপ জ্বালিয়ে ঠায় দাঁড়িয়ে রবো।
উদাস সময়ে তোর হৃদ আকাশে
বৃষ্টির ধারা ঝরিয়ে দেবো,
তোর পানে তাকানো কাক গুলোকে
একে একে সব তাড়িয়ে দেবো।
চাঁদ মুখের ঐ হাসি দেখে
হৃদয়ে সুখের পরশ নেবো,
উথাল পাথাল ঢেউয়ের ঝাপটা
তোর কিনারে আছড়ে দেবো।
পাহাড় সম ঢেউয়ের চাপে তোর
মন গাঙেতে তুফান হবো,
চাদরের মতো আলতো ভাবে
তোর বদনে লেপ্টে রবো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]