নিজস্ব প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ও শতভাগ উপস্থিতির লক্ষ্যে দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের ক্লাস রুমে দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহ্নাজ সোমা’র নিজস্ব অর্থায়ণে বিদ্যালয় এসএমসির সভাপতি জুনায়েদ হোসেন বায়রন ও প্রাক্তণ বিদ্যোৎসায়ী মহিলা সদস্য করিমন নেসা পাপিয়া’র উৎসাহ ও অনুপ্রেরণায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন বিদ্যালয় এসএমসির সদস্য নজরুল ইসলাম জন।
এসময় উপস্থিত ছিলেন ছামছুন্নাহার বেগম, গোপাল বিশ্বাস, সহকারি শিক্ষক ফারজানা বানু, হাদিজা খাতুন, সামছুন্নার, জামিলা খাতুন, ছাবিরা আক্তার প্রমুখ। এসময় দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]