নিজস্ব প্রতিনিধি: চলতি বছর (২০২৪ইং) সালের দাখিল পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার অভাবনীয় সফলতা অর্জন করেছে। জানা যায়, মাদ্রাসা থেকে ২২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগগ্রণ করে। এর মধ্যে ২১ জন পাশ করেছে।
এর মধ্যে ১ জন এ+, ১৩ জন এ, ৩জন এ-, ২জন বি গ্রেড ও ২জন সি গ্রেড পেয়ে পাশ করেছে। পাশের হার ৯৯%। মাদ্রাসাটি সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নে অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত।
মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমানের সুষ্ঠুভাবে পরিচালনার পাশা পাশি ব্যাপক তদারকীর কারণে মাদ্রাসাটির প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল এবং সুনামের সহিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
মাদ্রাসা সুপার মাওলানা মো. গোলাম কিবরিয়া জানান, আগরদাঁড়ী আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সকলের প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানের এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আগরদাঁড়ী আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার এই অভাবনীয় সফলতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশে করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]