গোটা দেশের আলেমদের এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের মহাসচিব অধ্যাপক মাওলানা নুরুল আমিন।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলার আয়োজনে বক্তা, ওয়াজিন ও দায়ীদের নিয়ে " বিশেষ প্রশিক্ষণ ও ডায়েরী বিতরণ" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (৮ অক্টোবর) বাদ মাগরিব সাতক্ষীরায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জেলা সভাপতি মাওলানা ওসমান গনির সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা মনোয়ার হুসাইন মোমিনের সঞ্চালনায় এ দায়ের বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন সংগঠনটির সহকারী মহাসচিব মাওলানা রুহুল আমিন, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদী, সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আহাম্মদ আলীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের ভেতরে মহাসচিব অধ্যাপক মাওলানা নুরুল আমিন নিজের হাতের ঘড়ি খুলে মাওলানা মনিরুল ইসলাম বেলালীকে বরণ করে নেন, মাওলানা মনিরুল ইসলাম বেলালীও মহাসচিব অধ্যাপক নুরুল আমিন কে ঘড়ি উপহার দেন। একইভাবে সহকারি মহাসচিব মাওলানা রুহুল আমিন মাওলানা মনিরুল ইসলাম ফারুকীকে হাতের আংটি খুলে বরণ করে নেন।
সদ্য যোগদান করা এই দুই বিদগ্ধ আলেম অন্য পরিষদে না থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জেলার সকল দায়ী ও বক্তাদেরকে এক প্লাটফর্মে আসার আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]