দালালও দূর্ণীতি মুক্ত হচ্ছে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বামন খালী ভূমি অফিস।
বিশেষ এক অনুসন্ধ্যানের ভিত্তিতে দেখা যায় ভূমি অফিসে কোন প্রকার দালাল ও অফিসের বাহিরে কোন মানুষের সাথে কোন প্রকার অফিসের কাজ ছাড়া অন্য কোন কাজ তারা করে না, কিন্তুু কিছু প্রভাব শালী মানুষের নিজ স্বার্থ হাসিলের জন্য ভুমি অফিসের নায়েব কে তারা তাদের মত করে তাদের কাজ করতে বলে এমনও প্রমান রয়েছে। কিন্তুু নায়েব তার চেয়ারকে সম্মান করে বিধায় তাদেরকে বলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি অফিস এর ভাবমূর্তি নষ্ট করতে পারবো না, কারন বর্তমান সময় ভূমি অফিসের সকল কার্যক্রম অনলাইন ভিত্তিতে হয়, এই খানে কোন প্রকার ছলচাতুরী বা হয়রানি করার সুযোগ নেই।
সাংবাদিকের এক প্রশ্নোত্তরে বামন খালী বাজারের শফিকুল ইসলাম বলেন- দাখিলা কাটছেন তা টাকা এবং টোকেন ঠিক আছে তো? সে আমাদের বলেন হ্যাঁ, এখন তো আমি বাড়িতে বসে সব কাজ অনলাইনে করতে পারি তবে কোন সমস্যায় পড়লে ভূমি অফিসে আসি। তবে বর্তমান সরকারের আমলে সব কাজ সহজ হয়েছে আর দাঁড়িয়ে থাকতে হয়না এবং কোন দালাল ও কোন প্রকারের ক্ষমতাসীনদের পেশি শক্তির কোন প্রকার চাপ নেই, আমরা ভালো আছি।
একই এলাকার বৃদ্ধা খাদিজা বেগমও একই কথা আমাদের কে বলেন সাংবাদিদের জানান। কৃষক হযরত আলীও একই কথা বলেন।
তিনি আরো বলেন তবে যারা সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য।
আমারা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে সকল প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে প্রভাব দেখানোর চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য ।
এ বিষয়ে বামনখালী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শেখ আনিছুর রহমান সাংবাদিকদের জানান, ৰামনখালী ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ দুর্নীতিও কোন প্রকারের অনিয়ম হয় না। টাকা ছাড়াই তদন্ত রিপোর্ট দেওয়া হয়। কাউকে হয়রানী করা হয়না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]