দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজের কেউ পাশ করেনি


দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৪৩টি কলেজ থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী। আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে।
বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এ তথ্য জানান দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম।
তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৬৬৬টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৪৩টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি। আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে।
শূন্যপাশ করা ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুর জেলায় ৪টি, ঠাকুরগাঁও জেলায় ৬টি, পঞ্চগড় জেলায় ৩টি, নীলফামারী জেলায় ১০টি, লালমনিরহাট জেলায় ৫টি, রংপুর জেলায় ৪টি, কুড়িগ্রাম জেলায় ৯টি এবং গাইবান্ধা জেলায় ২টি।
কেউ পাশ করতে পারেনি এমন কলেজগুলো হলো-দিনাজপুরের কবিরাজ হাট কলেজ, বেপারীতলা আদর্শ কলেজ, উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজ ও বোয়ালদোর স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার সালান্দর মহিলা কলেজ, গোগর কলেজ, আমানতুল্লা ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও নিউ মডেল কলেজ।
রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল এন্ড কলেজ ও এক্তিয়ারপুর শহীদ সালাহউদ্দীন স্কুল এন্ড কলেজ, পঞ্চগড় জেলার বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, আলহাজ তমিজউদ্দীন কলেজ ও মাড়েয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ, নীলফামারী জেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ, চৌধুরীডাঙ্গী হাই স্কুল এন্ড কলেজ, নয়নখাল স্কুল এন্ড কলেজ।
গোলমুন্ডা আদর্শ কলেজ, নওতাড়া গার্লস স্কুল এন্ড কলেজ, জিলা পরিষদ স্কুল এন্ড কলেজ, ডিমলা সীমান্ত কলেজ, গয়াখারীবাড়ী মহিলা কলেজ, লক্ষ্মীরচাপ সৃজনশীল কলেজ ও সাতপাই হাই স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট জেলার সোনারহাট স্কুল এন্ড কলেজ, দক্ষিণ ঘনশ্যাম স্কুল এন্ড কলেজ, আমিনুর রহমান কলেজ, ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ ও শিয়ালখোয়া কলেজ, রংপুর জেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস হাই স্কুল এন্ড কলেজ।
কুতুবপুর বহুমুখী গার্লস হাই স্কুল এন্ড কলেজ, কান্দিরহাট স্কুল এন্ড কলেজ ও বোড়াইবাড়ী কলেজ, কুড়িগ্রাম জেলার চর শৌলমাড়ী আদর্শ স্কুল এন্ড কলেজ, রাশেদ খান মেনন কলেজ, সিঙ্গর ডাবরিহাট কলেজ, চিলাখানা মডেল কলেজ, তপুরচর স্কুল এন্ড কলেজ, কুটি পায়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, বগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ, সমাজকল্যাণ মহিলা কলেজ ও ঢোলডাঙ্গা স্কুল এন্ড কলেজ এবং গাইবান্ধা জেলার জুমারবাড়ী মহিলা কলেজ ও ঘাগোয়া হাই স্কুল এন্ড কলেজ।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম জানান, এসব কলেজের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গতবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পরবিস্তারিত পড়ুন

নেত্রকোনার মদনে বন্ধুর প্রতিশ্রুতি রক্ষায় নিজে বাসর ঘরে’ বন্ধুকে দিয়ে বাসর
নেত্রকোনার মদনে বন্ধুর প্রতিশ্রুতি রক্ষায় নিজে বাসর ঘরে’ বন্ধুকে দিয়ে বাসর বাসরবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায়বিস্তারিত পড়ুন