দীর্ঘ লকডাউনের পরে আবারও জমজমাট হয়ে উঠেছে দেশের সর্ববৃহৎ পশুরহাট যশোরের সাতমাইল পশুর হাট। লকডাউনে হাট বন্ধ থাকায় চরম লোকসানের পড়েছিল গরু ব্যবসায়ীরা। কোরবানি ঈদের আগে তাদের লোকসান গুনতে হলেও হাট আবার শুরু হওয়ায় গরুর চাহিদা বেড়ে গেছে অনেক গুণে, এতে ব্যবসায়ীরা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন।
এদিকে সাধারণ ক্রেতাদের অভিযোগ গরুর আমদানি থাকলেও চড়া দামে তাদের কিনতে হচ্ছে গরু।
মনিরুল ইসলাম নামক একজন ক্রেতা অভিযোগ করেন লকডাউনের পূর্বে যেসব গরুর মূল্য ছিল ৫০ থেকে ৫৫ হাজার টাকা এখন তার মূল্য ধরা হচ্ছে ৭০ থেকে ৭৫ হাজার টাকা।
উল্লেখ্য, দেশের গরুর একটা বড় চাহিদা পূরণ করা হয় যশোরের শার্শার সাতমাইলের এ পশুর হাট থেকে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে গরু সরবরাহ করা হয় এই হাট থেকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]