দুই সপ্তাহ পর প্রকাশ্যে এসেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এবং সেনাপ্রধান ভালেরি গেরাসিমভ।
সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রীকে শনিবার সেনাবাহিনীর সঙ্গে একটি বৈঠক করতে দেখা গেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বৈঠকের ভিডিও পোস্ট করে বলেছে, প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র সরবরাহ এবং সামরিক বাজেট নিয়ে আলোচনায় বসেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বৈঠকে রাশিয়ার সেনাপ্রধান ভালেরি গেরাসিমভও উপস্থিত ছিলেন। সম্প্রতি সময়ে তাকেও প্রকাশ্যে দেখা যায়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে ইউক্রেনে যুদ্ধরত সেনাদের কাছে উচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান সরঞ্জামাদি পাঠানোর বিষয়ে আলোচনা করেছে।
এর আগে শুক্রবার রাশিয়ার উপ সেনাপ্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় ইউক্রেনে তাদের যুদ্ধনীতি পরিবর্তনের তথ্য জানান। তিনি বলেন, এখন যুদ্ধের প্রধান লক্ষ্য হবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসকে ‘পুরোপুরি মুক্ত’ করা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]