সাব্বির হোসেন: দুই দিনের ব্যবধানে সাতক্ষীরার কলারোয়ার একই গ্রামে ফের পাওয়া গেলো আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া নামের আরো আরেকটি সাপ।
উপজেলার চন্দনপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী চান্দুড়িয়া গ্রামে রাসেলস ভাইপার সাপটির সন্ধান মেলে। পরে সেটি পিটিয়ে মেরে ও পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়।
শুক্রবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করে ওই গ্রামের ইশারুল নামের এক যুবক জানান, তিনি তার কবুতরের ঘরের পাশে বৃহষ্পতিবার একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান। পরে লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মেরে ও পুড়িয়ে মাটিতে পুতে দেন।
এ ঘটনায় উৎসুক মানুষ সাপটি দেখতে ভিড় জমান এবং ছবি ও ভিডিও ধারণ করেন।
এ ঘটনার দুই দিন আগে একই গ্রামের একটি পুকুর পাড়ে আরো একটি রাসেলস ভাইপার সাপের সন্ধান মেলে। পরে সেটিও পিটিয়ে মেরে মাটিতে পুতে দেয়া হয়। বুধবার (২৬ জুন) চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, তার চাচা সিদ্দিক গাজী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পাড়ে সাপটি দেখতে পান। পরে আশপাশের লোক সাপটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়।
রুহুল কুদ্দুস আরো জানান, সপ্তাহ দুয়েক আগেও একই গ্রামের কবিরুল ইসলামের ঘাসের ক্ষেতে অনুরূপ আরেকটি রাসেলস ভাইবার সাপ পাওয়া যায়। সেটিও স্থানীয়রা মেরে মাটি চাপা দেন।
তিনি আরো জানান, গতকালকের পাওয়া রাসেলস ভাইপার সাপের চেয়ে সপ্তাহ দুয়েক আগের পাওয়ার রাসেলস ভাইপার সাপটি ছিল বেশ মোটা।
উল্লেখ্য, চান্দুড়িয়া ছাড়াও গত কয়েক মাসের মধ্যে উপজেলার বড়ালি, হিজলদী ও চন্দনপুর পার্শ্ববর্তী ভবানীপুরে একাধিকবার কয়েকটি রাসেলস ভাইপার সাপের সন্ধান মিলেছে বলে স্থানীয়রা জানান। ওই গ্রামগুলো প্রত্যেকটি ভারত সীমান্ত সংলগ্ন।
[embed]https://kalaroanews.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf-2/[/embed]
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]