দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও গ্রেফতারের নিন্দা জানিয়েছে গণফোরাম। অবিলম্বে তার মুক্তিও দাবি করেছে দলটি।
মঙ্গলবার (১৮ মে) গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও লাঞ্ছিত করে সাজানো মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। আমরা রোজিনার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও তার অবিলম্বে মুক্তি দাবি করছি।
ড. কামাল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির গোমর ফাঁস ও আরও তথ্য সংগ্রহের কারণে রোজিনার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবাজ আমলারা কতটা বেপরোয়া এ ঘটনা তারই বহিঃপ্রকাশ। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারী অতিরিক্ত সচিবসহ জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]