দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দলিত, অনগ্রসর জাতি-গোষ্টির শিক্ষার্থীদের শিক্ষা ভাতাভোগী বাছাই প্রদানের লক্ষে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলা সমাজসেবা অফিসে এ মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। এতে প্রাথমিক পর্যায়ে ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ০৯ জন, মাধ্যমিক পর্যায়ে ৪১ জনের মধ্যে ০৪ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ০৭ জনের মধ্যে ০৩ জনকে বাছাই করা হয়।
সর্বমোট ১৬ জন শিক্ষার্থীকে এ ভাতার আওতায় আনা হয়। উক্ত বাছাই পরীক্ষায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সোনালী ব্যাংক দেবহাটা শাখার ব্যবস্থাপক তাপস দেবনাথ।
দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। এসময় উপজেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার মঈনুল হাসান, অফিস সহকারী কাম কম্পিউটর অপরেটর রিফাত বেগম সহ অনগ্রসর ও দলিত শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]