দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের অপুষ্টির শিকার ৩০টি শিশুর পরিবারের মাঝে ৩ মাসের পুষ্টি সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সখিপুর ইউনিয়ন সিএসও ফোরামের আয়োজনে এবং সখিপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও অর্থায়নে পরিষদের হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি কনা ও ডিম বিতরণ করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, ইউপি সদস্য নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, রবিউল ইসলাম, রাইট টু গ্রো প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর জয় কুমার ঘোষ, সিএসও সদস্য ও উপকারভোগীরা। উল্লেখ্য, জরিপের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩০টি পরিবারে মা ও শিশুদের মাঝে এ সহযোগিতা প্রদান করা হয়েছে।
এতে প্রতিটি পরিবারকে ৩০টি ডিম, ৪ প্যাকেট পুষ্টিকনা ও ১ কেজি মুসুর ডাল প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]