দেবহাটা প্রতিনিধি: দেবহাটার গাজীরহাটে অর্ধলক্ষ টাকার ফুটবল টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দেবীশহর ফুটবল মাঠে এ খেলা গাজীরহাট প্রগতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, গাজীরহাট প্রগতি সংঘের সাধারণ সম্পাদক নুর মোহাম্মাদ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়।
ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান কবির সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। খেলায় সাতক্ষীরার কুখরালীর স্কাই স্পোর্টস একাডেমি কলারোয়া ফুটবল একাদশকে ০-২ পরাজিত করে চাম্পিয়ান হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]