দেবহাটায় প্রশাসনের আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যথাযথ মর্যাদায় ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ভাষা দিবস, মার্তৃভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ। শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন যৌথ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দেবহাটা থানার পক্ষে হযরত আলী, উপজেলা বিএনপি পক্ষে শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের পক্ষে সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জল, রিপোর্টাস ক্লাবের পক্ষে সভাপতি রেজাউল করিম বাপ্পা, উপজেলা যুবদল পক্ষে আহবায়ক কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিব রাজিব আহমেদ, উপজেলা ছাত্রদল আহবায়ক ফরহাদ হোসেন ও সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, মৎস্যজীবী দল, কৃষকদল, শ্রমিক দল, দেবহাটা কলেজ, সরকারী বিবিএমপি হাইস্কুল, আমাদের টিম, দেবহাটা সদর ক্লাব, দেবহাটা ফায়ার সার্ভিস, আপ্যায়ন সেবা ক্যাটারিং সহ বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন। এদিকে শুরুবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবল আলম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফের ভাই রাবিক হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার পাল, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চাক্রবর্তী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীরা। পরে দিবসের বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
দেবহাটায় যুব বিভাগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ণাঢ্য র্যালি
দেবহাটা উপজেলার যুব বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় উপজেলার বনবিবিবটতলা হতে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রদক্ষিণ করে দেবহাটা ফুটবল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলাইমান হোসেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াছির আরাফাত লিপু, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেবহাটা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর শ্রদ্ধা নিবেদন করেছেন দেবহাটা প্রেসক্লাবের নের্তৃবৃন্দরা। দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জলের নের্তৃত্বে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম প্রমুখ।
দেবহাটায় ইসলামিক ফাউন্ডেশনে শহীদদের স্মরণে দোয়া
দেবহাটা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) উপজেলা মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি আ.ছাত্তার, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বীরমুক্তিযোদ্ধা আ.ওহাব প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী কেয়ারটেকার নুরুল ইসলাম এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন দেবহাটা উপজেলা মডেল মসজিদের ইমাম সাইফুদ্দীন ইয়াহিয়া।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]