দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম এর উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন ড্রেন পরিস্কার ও খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সংগঠনের উদ্যোগে এ বর্ষার মৌসুম জুড়ে এ কাজ হাতে নেওয়া হয়।
কর্মসূচির শুরুর দিনে উপস্থিতি থেকে কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, সাংবাদিক ও সেচ্ছাসেবী আব্দুল্লাহ আল মামুন, আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি, উপ-পরিচালক মারুফ বিল্লাহ, শুভংকর রায়, রেজাউল ইসলাম, সহকারী পরিচালক আল আমিন হোসেন, সংগঠনের সাবেক সভাপতি এইচ এম মনির হাসান, সাবেক প্রচার সম্পাদক আবু বক্কার সিদ্দিক, নওয়াপাড়া ইউনিয়ন টিম লিডার আবু হাসান, সদস্য মোস্তাফিজ বিল্লাহ, রানী ফারহানা, নুসরাত জাহান, আল আমিন সহ সকল সদস্যগন।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান বলেন, আমাদের টিম সংগঠনটি সব সময় মানবিক কাজ করে থাকে। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ প্রশাংসানীয়। আমরা তাদের এই কাজে ধন্যবাদ জানাচ্ছি। আমরা উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে আছি।
আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন এলাকায় ড্রেন গুলো বন্ধ হয়ে পানি নিস্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমনকি অনেক কালভার্ট, সেতুতে পলি জমে তা ভর্তি হয়ে গেছে। এতে বর্ষার মৌসুমে ব্যাপক ভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। যাতে মানুষের দুর্ভোগ বেড়েছে। তাই আমরা উপজেলা প্রশাসনের সহযোগীতা ও সার্বিক পরামর্শে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বর্ষাকাল জুড়ে করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]