দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া, দেবহাটা ও নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের সাথে স্ব স্ব ইউনিয়নের শিশু ফোরামের প্রতিনিধিদের বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রাম কর্তৃক গঠিত শিশু ফোরামের সদস্যবৃন্দের পরিচালনায় শিশু ফোরামের সদস্যরা প্রস্তাবনা উপস্থাপন করেন।
সংলাপকালে শিশুরা দাবি করেন যে, যেহেতু আগামী জুন মাসে ২০২৩-২০২৪ এর দেশের বাতসরিক বাজেট প্রণয়ন করা হবে এবং এ সময়ে ইউনিয়ন পরিষদও তাদের বাজেট প্রণয়ন করবে, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের এই বাজেট প্রস্তুতিকালে শিশু বান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে কমপক্ষে ১০% বাজেট শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, অধিকার ও নিরাপত্তার জন্য আলাদা বাজেট কোড ব্যাবহার করে এবং বাস্তবায়নের ক্ষেত্রে শিশু প্রতিনিধি নিশ্চিতকরণের জন্য।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উক্ত উপস্থাপনার উপর ভিত্তি করে তাদের সুযোগ ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এবং বাজেট তৈরীর সময় শিশুদের প্রস্তাবনাগুলো মাথায় রেখে বাজেট প্রস্তুতির ব্যাপারে আশস্থ্য করেন।
আলোচনা শেষে শিশু ফোরামের সদস্যরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট বাজেট পিটিশন জমা দেন এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় পরিষদে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যগণ, সুশীলনের কর্মী ও ফ্যাসিলিটেটরগণ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]