দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা মডেল মসজিদ হল রুমে ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশান ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চলনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, পারুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, দেবহাটা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসেন খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস, সিভিএ গ্রুপের সদস্যরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপ পরিচালক শ্রী সঞ্জয় কুমার মন্ডল, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, কুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন, সখিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানি, নওয়াপাড়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গির আলম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভায় ইউনিয়ন ওয়াটসন কমিটির জন্য নির্ধারিত মনিটরিং স্ট্যান্ডার্ড মানদন্ডের পরিমাপক, সেবার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]