দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের হাইজিন কিট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন ও উত্তরণের ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের সকল মেন কেয়ার সদস্য, ইয়ুথ গ্রুপ ও পেয়ার গ্রুপ এর মাঝে এ হাইজিন কিট বিতরণ করা হয়।
বেসরকারি সংস্থা উত্তরণের ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ এর অর্থায়নে মেন কেয়ার গ্রুপের গ্রাজুয়েশন শ্রীমনি অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠান শেষ হাইজিন কিট বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।
উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবু এমরান সহ সকল ইউনিয়ন ফ্যাসিলিটেটরগন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]