স্টাফ রিপোর্টার: দেবহাটায় স্বচ্ছ ও প্রকাশ্য পদ্ধতিতে এইচবিবি রাস্তার টেন্ডার ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরাঞ্জন চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন সহ টেন্ডারে অংশ নেওয়া ঠিকাদার ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রকাশ্যে এ ড্র করা হয়।
উল্লেখ্য যে, উপজেলার সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৭৫ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ মূল্যে ১ কিলোমিটার এইচবিবি হ্যারিংবন্ড সড়ক নির্মান করা হবে। এই লক্ষে ১৭৩ জন ঠিকাদার দরপত্র জমাদেন। সার্বিক বিষয় যাচাই বাছার শেষে ১৮জন বাদ পড়ে। চূড়ান্ত ২৫৫ জন এই টেন্ডারে অংশ নেন। এতে তালার মেসার্স পিয়ালী কনাস্ট্রাকশন প্রথম এবং সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্স ২য় স্থান লাভ করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]