দেবহাটা উপজেলায় ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার উপজেলার সেকেন্দ্রাস্থ ইংলিশ ভার্সন স্কুল ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমির সভাকক্ষে হাসান ফুড এন্ড বেভারেজের সহযোগীতায় নোঙর ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নোঙর ফাউন্ডেশনের সভাপতি মুহ. আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাসান ফুড এন্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।
নোঙর ফাউন্ডেশনের সদস্য আতিকুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ফাউন্ডেশনের উপদেষ্টা ও নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস, ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমীর ভাইস প্রিন্সিপাল শেখ মাহবুব এলাহী, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনা জেসমিন, মাহামুদপুর আমিনিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মুহিবুল্লাহ, টাউনশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ, কৃতিশিক্ষার্থী সদীপ ঘোষ, সাদিয়া জামান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে নোঙর ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মুহ. সাইফুল ইসলাম, যুগ্ন-সম্পাদক সেলিমুল্লাহ সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। এসময় ১৬৬ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]