নিজস্ব প্রতিনিধি: দেবহাটা আটশতবিঘা কমিউনিটি ক্লিনিকে সেবার মানবৃদ্ধি, বয়:সন্ধিকালীন স্বাস্থ্য এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় আটশতবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন গ্রুপ (সিভিএ) এবং সুশীল সমাজ (সিএসও)’র আয়োজনে রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নওয়াপাড়া ইউপি সদস্য শওকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, মহিলা ইউপি সদস্য খাদিজা পারভিন কনা, জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল পল, ইউনিয়ন ফ্যাসিলিটির রেহানা ইয়াছমিন, সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য সালাউদ্দীনসহ স্থানীয় সুধিজন, কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন।
এসময় কমিউনিটি স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, মেয়েদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্যসেবা এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন সচেতনতা মুলক কথা তুলে ধরেন বক্তরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]