দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষণ ক্লাস ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিআরডিবি কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলায় কিশোরীদের বাল্য বিবাহ, বয়ঃসন্ধি কালের পরিচিতি, ইভটিজিং, কু-সংস্কার ও সঞ্চয়ী মনোভাব তৈরী সহ বিভিন্ন সচেতনতা বৃদ্ধির শিক্ষা প্রদান করা হয়।
এছাড়া কিশোরীদের বাল্য বিবাহরোধে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ ভবিষ্যতে সঞ্চয়মুখি করতে প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা নেওয়া হয় এবং সরকার প্রনোদনা দেয় জমাকৃত সঞ্চয়ের দ্বিগুন। এসব কিশোরীরা ১৮ বছরের পূর্বে বিয়ে করা যাবে না সহ অন্যান্য শর্তে এ সুবিধার আওতায় এসেছে।
উক্ত প্রশিক্ষণ ক্লাসে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মোঃ সোহরাব হোসেন সহ অন্যান্যরা। অনুষ্ঠনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষিকা সাহিনা আক্তার।
অনুষ্ঠানে কিশোরী সংঘের সদস্যদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী ও একজন কিশোরী সদস্য পূজা রানী মন্ডলের বয়স ১৮ বছর পূর্ন হওয়ায় এবং অবিবাহিত থাকায় তার নিজস্ব জমাকৃত সঞ্চয় ৪২শত টাকা এবং সরকারী প্রনোদনা ৮৪শত টাকা ও ব্যাংক লভ্যাংশ একশত টাকা সহ সর্বমোট ১২ হাজার ৭শত টাকার চেক অতিথির মাধ্যমে প্রদান করা হয়।
একই সাথে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের মাধ্যে ন্যাপকিন প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]