দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি খামারবাড়ির উপ-পরিচালক সাইফুল ইসলাম।
উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার মন্ডল, দেবহাটা প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ।
এ মেলায় ১০টি পরিদর্শনী স্টল প্রদান করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এ মেলা সমাপ্ত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]