দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান অলম্পিয়াডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, কুলিয়া প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
এসময় উপজেলা পর্যায়ে বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান অলম্পিয়াড মেলা উপলক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তারুণ্য উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]