দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মসূূচি পালিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা আক্তার, শিক্ষক আব্দুল আজিজ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী তাসমিম পারভীন, হাবিবা আফরিন, মহিলা বিষয়ক অফিসের হিসাবরক্ষক মিজানুর রহামন, অফিস সহায়ক দিপুয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন উপকারভোগী।
জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে শফথ বাক্য পাঠ করা হয়।
পরে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]