দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারিয়া আফরিন মিম (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলি চালক মনিরুল ইসলাম মুন্নাকে স্থানীয়রা আটক করেছে পুলিশে দেয়।
মারিয়া আফরিন মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নিহত শিশুর পরিবার অত্যান্ত গরীব হওয়ায় এবং তাদের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।
একই সাথে ট্রলি চালক সমিতির পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে বলে জানতে পেরেছি। দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, মিম তার বান্ধবীদের সাথে স্কুলে আসছিল। এসময় ইটবহন করা একটি ট্রলি স্কুলের সামনে তাকে চাঁপা দেয়। ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয়রা ট্রলি চালককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের পরিবারের সাথে কথা বললে তারা ময়না তদন্ত না করার জন্য লিখিত দেয়।
এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শিক্ষার্থী নিহত কেন্দ্র করে বিদ্যালয়ের কর্মসূচি বন্ধ ঘোষনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]