দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অফ সিজনের তরমুজ ও বস্তায় আদা চাষিদের ওরিয়েন্টেশন ও বীজ, সার প্রদান করা হয়েছে।
সোমবার (৫ মে) উত্তরণ পারুলিয়া অফিসে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ‘সফল ফর আইডব্লিউআরএম’ প্রকল্পের আওয়াতায় ৩৫ জন চাষিকে ওরিয়েন্টেশন শেষে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো.শওকত ওসমান অফ সিজন তরমুজ ও বস্থায় আদা চাষের সম্ভবনা ও কৌশল সম্পকে কৃষকদের অবহিত করেন।
“সফল ফর আইডব্লিউআরএম” এর মত যুগউপযুগি প্রকল্পের মাধ্যমে কৃষিতে পিছিয়েপাড়া উপকূলীয় লবণাক্ত দেবহাটা উপজেলার কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পূণঃখনন সহ বিভিন্ন ট্রেনিং, সেশন ও জলবায়ু সহিষ্ণু নতুন নতুন জাতে প্রদশনীর মাধ্যমে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রকল্প অফিসার গোলাম মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা ম্যানেজার মো.নাজমুল বাসার, ফিল্ড ফ্যাসিলিটেটর মো.মশিউর রহমান, জামাল হুসাইন, আসুরা খাতুনসহ চাষিরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]