প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ
দেবহাটায় থানা পুলিশে অভিযান, চোরাই মোটরসাইকেল সহ যন্ত্রপাতি উদ্ধার
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উন্নত প্রযুক্তি ব্যবহারের করে লোকেশন ট্রাকিং এর মাধ্যমে উক্ত আস্তানার সন্ধান পায় পুলিশ।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আজম ও এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে শহিদুল হকের বাড়িতে চোর চক্রের সন্ধান মেলে।
পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর যৌথ প্রচেষ্টায় চোর চক্রের আস্তানা শনাক্ত পরবর্তী উক্ত বাড়িতে প্রবেশ করে উঠানে একটি ডিসকাভার মোটরসাইকেলের বিভিন্ন অংশ খুলে রং করতে দেখা মেলে। পরে জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুলিশ বাড়ির ভিতর তল্লাশি করে বসতঘরের মধ্যে মোটরসাইকেল গ্যারেজের যাবতীয় যন্ত্রপাতি, মোটারপার্টস, একাধিক হেলমেট, বিভিন্ন মোটরসাইকেলের কাগজপত্র, রং করার উপকরণ সহ বিভিন্ন জিনিসপত্রের সন্ধান পায়। উদ্ধার হওয়া মালামাল পুলিশ জব্দ করে দেবহাটা থানা হেফাজতে নেন।
এছাড়া ওই বাড়ির ভিতরের একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে নাম্বার প্লেট বিহিন ১২৫ সিসি কালো রং এর একটি ডিসকাভার মোটরসাইকেল উদ্ধার হয়। এদিকে পুলিশের উপস্থিতি টেরপেয়ে শহিদুল হকের বাড়ির ভাড়াটিয়া চক্রের অন্যতম সদস্য মিরাজ হাওলাদার ও তার সহযোগীরা সব ফেলে পালিয়ে যায়। তবে বাড়ির মালিক শহিদুল হকের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, পরিবারের সদস্য নিয়ে তিনি খুলনাতে থাকেন। তার বাড়ির একটি অংশ মিরাজ নামের একজনের নিকট ভাড়া দিয়েছেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে চোর চক্র বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে ওই বাড়িতে নিয়ে গোপনে রং ও নাম্বার পরিবর্তন করে অপকর্ম চালিয়ে আসছিল। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বাদি হয়ে ভাড়াটিয়া মিরাজ সহ ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2024 কলারোয়া নিউজ. All rights reserved.