দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামটা পাওয়ার হাউজ সংলগ্ন দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রদান করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল ইমদাদুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু হাসান, দাতা সদস্য মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ রওশন আলী, আব্দুস সোবহান, ইমান আলী, নুর আলী সরদার, সোহরাব আলী সরদার, এহছানুল হক প্রমুখ। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহাবুব আলম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার বিশিষ্ট ভাষ্যকর সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ফরিদা পারভীন, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আজগর আলী, শিক্ষক সাব্বির আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে শিশুদের জেনারেল কারিকুলামের সাথে বাংলা, আরবি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে শিক্ষা প্রদান করে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে আধুনিক মানের শিক্ষা প্রদানে বিশেষ ভূমিকা রাখায় শিক্ষকদের ধন্যবাদ জানান বক্তারা। পরে প্লে থেকে কেজি ৭ম শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়। বিভিন্ন ক্লাসে ১,২,৩ রোল অর্জনকারী, হেফজ বিভাগ ও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, অভিভাবক, দাতা এবং শিক্ষক-স্টাফদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ও বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]