দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন হামদান ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, হামদান পরিবহন বাসটি কালিগঞ্জের দিকে ও বিপরীত দিক থেকে বিআরটিসি পরিবহনটি যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চাঁদপুর মাদ্রাসা মোড়ের আগে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, দুই চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কমবেশী কয়েকজন আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]