দেবহাটা প্রতিনিধি: নবনির্বাচিত দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা বলেছেন, জনগনের সমস্যা জানার জন্য পারুলিয়াস্থ আমার পারুলিয়া বাড়ির সামনে ও উপজেলা বক্সে অভিযোগ বক্স বসানো হবে। যাতে যে কেউ তাদের সমস্যা নিয়ে লিখে আমাকে জানাতে পারবে।
ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল, পুজার জন্য আমার কাছে পারমিশন নেওয়া লাগবে না। যা ধর্ম সে পালন করবে। মানুষের সমস্যা না হয় এমন কাজ থেকে বিরত থেকে ধর্ম পালন করবেন। আপনারা আমার পাশে যেমন ছিলেন আগামীতে থাকবেন।
আরো বলেন, চিকিৎসা নিতে হাসপাতালে রুগি গেলে আগে চিকিৎসা পরে খাতায় লেখবেন পরে। আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ থাকবে। কোন মাধ্যম লাগবে না কথা বলতে। আমাকে না দেখে আপনার ভোট দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতাজ্ঞ। তাই আগামী ৫ বছর আপনাদের জন্য কাজ করবো।
আপনাদের ঋণ কখনো শেষ হবে না। যেখানে সমস্যা থাকবে আমাকে জানাবেন আমি সরকারের পাশাপাশি নিজের সাধ্যমত চেষ্টা করবো। আমি যদি আর্থিক ভাবে সচ্ছল থাকি আমার কাছ থেকে কেউ ফিরবেন না। আমি ভুলের উদ্ধে নয়, তাই ভুল হলে আমাকে বলবেন।
কোন অনিয়ম সয্য করা হবে না। সাধারণ মানুষকে পুঁজি করে ব্যবসা করতে দেওয়া হবে না। রাষ্ট্রের টাকা অপব্যবহার করতে দেব না। আমার বেতন বা সম্মানির টাকা ধর্মীয় প্রতিষ্ঠান ও মানুষের কল্যাণে ব্যায় করবো।
ফেসবুকে একটি পেজ খোলা হবে যেখানে একজন লোক নিয়োগ করা হবে। আমার ফোনে যদি নাও পান ওই পেজে মেসেজ করলে সাথে সাথে সমাধান পাওয়া যাবে।
বুধবার (২২ মে) সখিপুর এলাকার আলমগীর হোসেন নামের এক যুবকের উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]