দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার উপজেলা শাখার সদস্য সচিব লুৎফুন নাহার লাকীর সভাপতিত্বে পরিচালক আলহাজ্ব রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম, নলতা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ডিজিটাল মার্কেটিং ইনচার্জ মেহেদি হোসেন, সমাজসেবক রবিউল ইসলাম। কাউন্সিল অধিবেশনে সভাপতি আসমা পারভীন, সহ-সভাপতি লুৎফুন নাহার, সুলেখা রানী মন্ডল, সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাহার লাকী, জেসমিন আক্তার, কোষাধ্যক্ষ খাদিজা হাফিজ রুপা, সদস্য আল্পনা অধিকারী, ইসমাত আরা শারমিন, লিপিকা রানী ঘোষ, রঞ্জিতা সরকার, কল্পনা রানী পাল, ফেরদৌসি বেগম, পারুল বালা মন্ডল, শাহানারা পারভীন, রেহানা খাতুন, রোকসানা খাতুন, শারমিন সুলতানা, সাফিয়া খাতুন, জান্নাতুল ফেরদাউস ও মাছুরা পারভীন। এর আগে উপজেলার ৫টি ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]