দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মঙ্গলবার বিকালে পারুলিয়া ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে এ বিতরণের উদ্বোধন করা হয়। এতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। সুশীলন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের পরিচালনায় বক্তব্য দেন পারুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সুশীলন উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরসীপ অফিসার হিরো গাইন।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক ও ভিডিসির সভাপতি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হালদার, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, নবাব আলী, হাসিনা খাতুন, সুশীলনের সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জ্যোৎস্না বালা, জেসিডিও মমতাজ জাহান, আকরাম হোসেন সহ সুবিধাভোগীগন।
উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার নিবন্ধিত ও কমিউনিটির ৪৭৮০ জন শিশুদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে। যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ জন শিশু রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]