দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নোঙ্গর ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিকাল ৫টায় নাংলা বাজারে এ কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস।
দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মহিববুল্লাহ, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, স্থানীয় ইমাম আবু হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, মনিরুল ইসলাম, রাহেলা খাতুন লিলি, ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মুকুল হোসেন, আছানউল্লাহ, রায়হান হোসেন, সাব্বির হোসেন।
শামিম হোসেন, মারুফ বিল্লাহ সহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ। এসময় বক্তরা বলেন সংঘাত নয়, শান্তি চাই। সবাই নিজ নিজ স্থান থেকে সবাইকে ক্ষমা করে দিয়ে সুন্দর সমাজ গড়তে হবে। কোন অমুসলিম ভায়ের বাড়িঘর, ধর্মীয় উপসানায়ে হামলা ভাংচুর নয়।
সম্প্রীতি স্থাপন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অপরাজনীতি বা হিংসামূলক কর্মকান্ড পরিহার করতে হবে। সাবাইকে ক্ষমা করে দিয়ে নজির স্থাপন করতে পারলে আগামীর বাংলাদেশ আরো সুন্দর হবে। ক্ষমতা স্থায়ী নয়, তাই ক্ষমতার অপব্যবহার না করে সঠিক ভাবে কাজ করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]