দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ৪টি ইউনিয়নে স্বাস্থ্যকর, পরিস্কার পরিচ্ছন্ন ও প্রতিটি বাড়িতে একই জাতীয় গাছের গ্রাম ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দেবহাটা সদর, কুলিয়ার রঘুনাথপুর, পারুলিয়ার নিশ্চিন্তপুর ও নওয়াপাড়া ইউনিয়নে সাংবাড়িয়ায় দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে সুশীলনের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার কুলিয়া ইউনিয়নের স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসাবে রঘুনাথপুর গ্রামকে ঘোষনা প্রদান করা হয়। ওই গ্রামের প্রতিটি বাড়িতে একই গাছের (আম) ঘোষনা করেন প্যানেল চেয়ারম্যান। পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামকে স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং প্রতিটি বাড়িতে একই গাছের (পেয়ারা) গ্রাম ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, ইউপি সচিব প্রবীর হাজারী, ইউপি ফরহাদ হোসেন হীরা, সুশীলনের মনিটরিং স্পেশালিস্ট মামুন হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎনা বালা প্রমুখ।
দেবহাটা ইউনিয়নের আজিজপুর গ্রামকে স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং প্রতিটি বাড়িতে একই গাছের (কাগজী লেবু) গ্রাম, প্রতিটি বাড়িতে পরিবেশবান্ধব বন্ধু চুলা গ্রাম ঘোষনা প্রদান করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। উপস্থিত থেকে বক্তব্য দেন ইউপি সদস্য আগজর আলী, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম।
নওয়াপাড়া ইউনিয়নের স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, প্রতিটি বাড়িতে একই গাছের (সজিনা) গাছের গ্রাম ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। ইউপি সদস্য আজগর আলীর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোমেনা খাতুন।
স্থানীয় শিক্ষক জিয়াদ আলী, রুহুল আমিন, আবদার রহমান, আব্দুল লতিফ, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নাসরিন জাহান, বাল্য বিবাহ প্রতিরোধ সভাপতি ফারহানা পারভীন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এলএসবি ফেসিলিটেটর রেজাউল ইসলাম।
এদিকে এই ৪টি ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটি ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নানা উন্নয়নে ভূমিকা রাখায় সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]