দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার পৃথক পৃথক বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলির নেতৃত্বে এসআই রিয়াজুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম, এসআই রাজু আহমেদ, এএসআই লিয়াকত আলী সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।
এ সময় সখিপুর সরকারী খানবাহাদুর আহসানুল্লাহ কলেজের সামনে থেকে সখিপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আকরাম (২০), একই এলাকার মৃত সাইদুল সরদার সিরাজুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে।
এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করে দক্ষিন কোমরপুর গ্রামের মৃত জোহর আলী গাজী আফসার গাজী (৫৫) কে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে গ্রেফতার করে।
দেবহাটা থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত আসামীদেরকে ১৩ মার্চ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]