দেবহাটা প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টিমানে” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় পুষ্টি সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। বুধবার (১৫ মে) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ।স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে শিশুদের উপযোগী করে পুষ্টিকর খাবার তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে মায়ের বাড়িতে রান্না করা পুষ্টিকর খাবার স্থাপন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]