জি.এম আবুল হোসাইন : ৫ মার্চ মঙ্গলবার বে-সরকারি সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ কর্তৃক বাস্তবায়নাধীন ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতাভূর্ক্ত কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মো. হুসাইন শওকত।
তিনি দেবহাটা উপজেলার প্রকল্প অফিস পরিদর্শনসহ উপস্থিত টেইলার্স ও কম্পিউটার প্রশিক্ষণার্থী এবং নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। তাদের স্ব স্ব লক্ষ্য বাস্তবায়নে গঠনমূলক কার্যকরি দিক-নির্দেশনা প্রদান করেন।
খুলনা বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মো. হুসাইন শওকত বলেন “যে যাই করুক, প্রত্যেকের তার সবচেয়ে ভাললাগা কাজের প্রতিদিন অন্তত অতিরিক্ত ১ঘন্টা সময় নিয়মিত ব্যয় করলে সে কাজ সহজেই বাস্তবায়ন করা সম্ভব”। মতবিনিময় শেষে তিনি তার আলোচনা এবং সমসাময়িক বিষয়ের উপর কুইজ সেশন পরিচালনা করেন। তিনি সঠিক উত্তরদাতার হাতে পুরস্কার তুলে দেন। পরবর্তীতে তিনি দেবহাটার সখিপুর বলফিল্ড এলাকায় নারী উদ্যোক্তা সাইফুন্নাহার শিল্পী এর “আল-আমিন টি হাউজ” পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিসের অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রমুখ।
ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিসের অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম "কলারোয়া নিউজ" কে বলেন, ১৮ থেকে ২৫ বছর বয়সী নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় উক্ত প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ প্রকল্পটির সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]