দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার কোমরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনীয় অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা।
মেডিকেল ক্যাম্পে সার্জারী বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম, ডা. ফরহাদ হোসেন, ডা. শামীম হোসেন ও ফিজিওথেরাপি ডা. আবু সাঈদ পারভেজ প্রায় পাঁচ শতাধিক রোগীকে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
এছাড়া মেডিকেল ক্যাম্পে ফ্রী রক্ত ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]