দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া গ্রামে বড় ভাইয়ের পরিবারের সদস্যদের হামলায় মারাত্নক জখম হয়ে ছোট ভাই এখন মৃত্যু পথযাত্রী। বর্তমানে আহত শফিকুল ইসলাম মনি (৪৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শফিকুল জানান, গত মঙ্গলবার রাতে নওয়াপাড়া গ্রামের মন্টুর বাড়ি সংলগ্নে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয় গ্রাম্য চিকিৎসক কালিপদকে ডাকা হয়। ডাক্তার এসে চিকিৎসা প্রদান করলে তাতে অবস্থার পরিবর্তন না হয়ে আরও বাড়তে থাকে। এসময় তাকে স্থানীয়দের সহযোগীতায় বাড়িতে আনা হয়।
পরে অসুস্থতার বিষয় বড়ভাইকে জানালে উল্টো বকাবকি শুরু করে। এসময় শফিকুল তার বড়ভাই রবিউল ইসলাম মধুর নিকট তার জমিজমার ভাগ অথবা সমপরিমান টাকা চাইলে উল্টো রাগারাগি শুরু করে। বুধবার সকালে একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হলে শফিকুল ইসলাম মনির ভাই রবিউল ইসলাম মধু, মধুর স্ত্রী আজমিরা খাতুন, ছেলে সোহেল রানা এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় শফিকুল পালিয়ে একজনের বাড়িতে আশ্রায় নিলে সেখান থেকে টেনে হেঁচড়ে বের করে দা ও লোহার রড দিয়ে বেদম মারপিট করে। তাদের হামলায় রক্তাক্ত উপরিযুক্ত আহত হলে তাকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় দেবহাটা থানা পুলিশকে অবহিত করি।
পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হই। তাদের হামলায় আমি মারাত্মক আহত হয়ে আমি এখন মৃত্যু পথেরযাত্রী। আমার উপর এ হামলার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, ঘটনাটি শুনেছি, একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ভূক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]