দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের দোকান বাকির টাকা চাওয়ায় এক ক্রেতার বিরুদ্ধে কিটনাশক স্প্রে করে ব্যাপক ক্ষয়ক্ষতি অভিযোগ উঠেছে।
এঘটনায় শনিবার (১৪ অক্টেবর) হিজলডাঙ্গা গ্রামের মৃত নিতাই চন্দ্র কুলিনের ছেলে শংকর কুলিন (৪৪) বিবাদী হয়েছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে বিলডাঙ্গার ভৈরব অধিকারীর ছেলে সুশান্ত অধিকারী (৪২) ও তার বাবা ভৈরব অধিকারী (৬৫)কে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ওই এলাকায় শংকর কুলিনের একটি মুদি দোকান রয়েছে। সেখান থেকে ভৈরব ও তার ছেলে সুশান্ত নগদ এবং বাকি মালামাল ক্রয় করে থাকেন। সর্বশেষ লেনদেন তাদের নিকট ৪ হাজার ৮ শত টাকা বাকি হয়। উক্ত টাকা চাইতে গেলে তারা একের পর এক তালবাহনা করে সময় ক্ষেপন করে আসছিল। বিষয়টি নিয়ে একপর্যায়ে তাদের সাথে মন মালিন্যের সৃষ্টি হয়। এমনকি তার স্ত্রী শ্যামলী কুলিন (৩৯) কে মারপিট করিতে উদ্যত হয় সুশান্ত অধিকারী। গত ১২অক্টোবর রাত্রি অনুমান ১০টার দিকে দোকান বন্ধ বাড়িতে যান শংকর কুলিন। পরদিন ১৩ অক্টোবর দোকানের মধ্যে প্রবেশ করে বিভিন্ন খাবারে ও মালামালে বিষের গন্ধ পাওয়া যায়। যা স্থানীয়দের ডেকে দেখানোর পর সেই মালামাল ও খাবারগুলো ফেলে দিয়ে নষ্ট করা হয়। যার অনুমান মূল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন ভাবে তাদের ক্ষয়ক্ষতি করে আসছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]