দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)’র আয়োজনে মডেল মসজিদ কনফারেন্স রুমে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, এসএসিপি প্রকল্পের কনসালটেন্ট নিহার কুমার প্রামানিক, গেইন বাংলাদেশের ফুড ফর্টিফিকেশন ম্যানেজার আবুল বাশার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহমেদ, মনিরুল ইসলাম, আহমাদ সাঈদ কাজল, আলাউর রহমান সিদ্দীকি, ইউনুস আলী, আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, জাহিদুজ্জামান, ইব্রাহিম খলিল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সীমান্ত দাস প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নে গ্রুপ ভিত্তিক সদস্যদের নিকট থেকে পৃথক পৃথক ভাবে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]