দেবহাটা প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও নদীর পড়ে স্তুপ করার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৭মার্চ) ইছামতি নদীর হাড়দ্দহা-কোমরপুর নামক এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। দেবহাটা সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার অভিযান চালিয়ে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে জরিমান করে। মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪এর (গ) ধারা লঙ্ঘনে ভাতশালা গ্রামের আব্দুল হক বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাসকে দেড় লাখ টাকা জরিমান করে। এই সাথে এ ধরণের আপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]