দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের সাথে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে রবিবারে উপজেলা হলরুমে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়নের কিশোর- কিশোরী ক্লাবের প্রতিনিধি, জেন্ডার প্রমোটর, আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষক, ফিল্ড সুপারভাইজার সহ সুধীজনেরা।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
প্রশিক্ষণ কর্মশালায় শিশুর সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর কিশোরীদের সম্পৃক্ত তা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিবাহ যৌন হয়রানি প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন নম্বর ও বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা হয়।
সহায়ক হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম এবং জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]