দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আদালত অবমাননা করে বিচারাধীন জমির গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃৃহস্পতিবার জগন্নাথপুর বড় মৌজায় বিচারাধীন জমির গাছ কাটছিল আস্কার আলীর পরিবার। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে শান্তি রক্ষায় গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়।
জানাগেছে, ২০২৪ সালে দেবহাটার জগন্নাথপুর বড় মৌজার ৭১৭ নং দাগে ৯ শতক জমি ক্রয় করে দেবীশহর গ্রামের আব্দুস সালাম। পরে ওই জমি দখলে নেওয়ার হুমকি দিলে জগন্নাথপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে আস্কার আলী গং দের বিরুদ্ধে আদালতে মামলা করে আব্দুস সালাম। এঘটনায় আব্দুস সালাম বাদি হয়ে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে ১২৪/২১ ও ২২৬৫/২১ দায়ের করেন।
সেই মোতাবেক আদালতের বিচারকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত ওই জমিতে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশ প্রদান করে আদালত। কিন্তু বিবাদী পক্ষ কোন কিছু না জানিয়ে বৃহস্পতিবার জোরপূর্বক উক্ত জমির গাছ কাটতে শুরু করে। পরে মামলার বাদি পুলিশকে খবর দিলে সেখানে শান্তি বজায় রাখার নির্দেশ দেয় পুলিশ।
আব্দুস সালাম জানান, আমি প্রায় ২০ বছর পূর্বে সেকেন্দার আলীর শরিকদের থেকে ৯শতক জমি ক্রয়করি। আমার ক্রয়করা জমি দখলে নিতে সীমানার বেড়া দিয়ে, গাছ কেটে নিচ্ছিল আস্কার আলী গং এর পরিবার।
এর আগে আমি তাদের বিরুদ্ধে আদালতে ২টি মামলা করেছি। বর্তমানে তা বিচারাধীন রয়েছে। কিন্তু তারা আদালত অবমাননা করে উক্ত জমির গাছ কাটা শুরু করে। পরে পুলিশকে জানালে গাছ কাটা বন্ধ করে দেয়। তারা আমার ক্রয়করা জমির গাছ কেটে অনেক ক্ষয়ক্ষতি করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]