নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় বিজয়া দশমী পরবর্তী দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন এর সনাতন ধর্ম অবলম্বী প্রাক্তন ছাত্রদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় দেবহাটা উপজেলার সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন এর হলরুমে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়।
দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন এর প্রাক্তন শিক্ষক বাবু গৌরচন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ব্রাক ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নিমাই চন্দ্র মন্ডল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রিয়ংকর বিশ্বাস, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্তজা মোঃ আনারুল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামা প্রসাদ ঘোষ, ব্যাংক এশিয়া লিমিটেডের এফভিপি গোবিন্দ কুমার বর্মন, দেবহাটা গোকুলান্দ জিউর মন্দিরের সেবক সঞ্জয় গোস্বামী এবং ফারুক মাহবুবুর রহমান সহ অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্কুলের প্রাক্তন হিন্দু ছাত্ররা তাদের নিজস্ব পেশার কারণে দীর্ঘদিন যাবত এলাকার বাইরে থাকতে হয়। একারণে নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখা হয়ে ওঠে না। এবিষয়টিকে মাথায় রেখে এবছরই প্রথম শুরু হয়েছে বিজয়া দশমী পরবর্তী পুনর্মিলন অনুষ্ঠান। এই পুনর্মিলন অনুষ্ঠান যাতে আরো সফলতা অর্জন করতে পারে তার জন্য অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]