দেবহাটা প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেবহাটায় বিজিবি’র পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের আয়োজনে দেবহাটা ক্যাম্পে এ ইফতার সামগ্রী প্রদান করা হয়। ১৭ বিজিবির পক্ষে দেবহাটা বিওপি নায়েব সুবেদার আব্দুল লতিফ গরীব অসহায় মানুষের হাতে এ সামগ্রী তুলে দেন। তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা শুধু দেশের সীমান্ত রক্ষায় কাজ করে না। দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন আতœমানবেতর সেবা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই অংশ হিসাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ১৭ বিজিবি’র পক্ষে বিভিন্ন ক্যাম্পে সীমান্ত পাড়ের মানুষের মুখে একটু হাসি ফোঁটাতে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। দেবহাটা ক্যাম্পের আশেপাশের গরীব, অসহায় ও প্রবীণ ৩৫ জন নারী পুরুষের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]